Logo
Logo
×

জাতীয়

কারফিউ শিথিল

অফিস খুলেছে, সড়কে যানবাহনের ভিড়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১২:৪৫ পিএম

অফিস খুলেছে, সড়কে যানবাহনের ভিড়

ঢাকার বিজয় সরণি মোড়ে বুধবার সকালে যানবাহনের ভিড়, সামনে সেনা সদস্যদের চেকপোস্ট। ছবি : বিবিসি বাংলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় টানা পাঁচদিন ধরে বাংলাদেশে এক ধরনের অচলাবস্থা থাকার পর বুধবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে কারফিউ শিথিল থাকায় অফিস-আদালত, ব্যাংক খুলেছে, সড়ক-মহাসড়কে যানবাহনের ভিড় বেড়েছে।

সহিংসতায় জড়িতদের সন্ধানে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে কোনো কোনো স্থানে সীমিতভাবে ইন্টারনেট পাওয়া যাচ্ছে। 

বুধবার (২৪ জুলাই) ঢাকাসহ চার জেলায় সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে।

সেই সঙ্গে তিন দিনের সাধারণ ছুটির পর বেলা ১১টা থেকে চার ঘণ্টার জন্য সরকারি–বেসরকারি সব অফিস খোলা থাকবে। এছাড়া গতকাল দিনের বেলাতেই বিভিন্ন রুটে সীমিত পরিসরে চলতে শুরু করেছে দূরপাল্লার যানবাহন।

মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু করা হয়েছে। আজ থেকে খোলা থাকবে পোশাক কারখানাগুলোও।

এছাড়া মহাসড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে। যানবাহন বেড়েছে ঢাকার সড়কে। সীমিত পরিসরে খুলছে দেশের বানিজ্যিক ব্যাংকগুলো।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদের টহল রয়েছে।

কোটা সংস্কারের দাবিতে ১৬ই জুলাই থেকে সারাদেশে তীব্র আন্দোলন শুরু হয়, যা এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায়

এ পর্যন্ত বাংলাদেশ অন্তত দেড়শ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন