ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনের জেরে গত রবিবার থেকে একটানা বন্ধ থাকার পর আজ বুধবার আবার খুলছে অফিস আদালত।
বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
উদ্ভূত পরিস্থিতিতে প্রথম দফায় রবিবার ও সোমবার এবং দ্বিতীয় দফায় মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ ছুটি আরও দুদিন বাড়ানোর পরিকল্পনা ছিল। তবে কারফিউ জারি করে মাঠে সেনাবাহিনী নামানোর কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
এ ছাড়াও আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শেয়ারবাজার খোলা থাকবে। বেলা ১০টা থেকে উচ্চ আদালতে বিচারকাজ চলবে।