Logo
Logo
×

জাতীয়

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার দিকে মিছিল নিয়ে যাচ্ছেন নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০১:৪০ এএম

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার দিকে মিছিল নিয়ে যাচ্ছেন নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার পর রাজধানীর বাংলামোটর এলাকার অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি যাত্রা শুরু করে।

মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিক্ষোভ মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে অবস্থান করছিল।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র-জনতা। এরপর থেকে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।

রাত সাড়ে ১২টার পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ যমুনার সামনে জড়ো হচ্ছেন। সেখানে পরিস্থিতি এখনও উত্তপ্ত ও নজরদারির মধ্যে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন