Logo
Logo
×

জাতীয়

গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:৩৬ এএম

গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন। রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর তিনি ফ্লাইটে ওঠেন এবং দেশ ত্যাগের অনুমতি পান।

আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি রুজু করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও, সেগুলোর কোনোটিতে আবদুল হামিদের নাম উঠে আসেনি। এই হত্যা মামলার পরই তিনি দেশ ছাড়লেন, যা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন