Logo
Logo
×

জাতীয়

চীনে চিকিৎসা নিতে বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৭:১২ পিএম

চীনে চিকিৎসা নিতে বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু

ছবি : সংগৃহীত

চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নতুন এ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা ভিসার আবেদনকারীদের নথিপত্র প্রক্রিয়া সহজ করা হবে এবং দ্রুততম সময়ে ভিসা প্রদান করা হবে।  

রবিবার (৪ মে) চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতারা স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যে ঐকমত্যে পৌঁছান, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

নতুন এ ব্যবস্থার আওতায় লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। ফলে আবেদনকারীদের আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হবে না।  

ভিসা আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার পর তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা ছাড়াই কাগজপত্র জমা দিতে পারবেন।  

জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যুর জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হতে অসমর্থ রোগীদের জন্য ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে অনলাইন সাক্ষাৎকারের অনুমতি দেওয়া যেতে পারে।  

চিকিৎসা ভিসা সম্পর্কিত অনুসন্ধানের জন্য চীনা দূতাবাস ও ভিসা আবেদন পরিষেবা কেন্দ্র বিশেষ হটলাইন এবং একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন