Logo
Logo
×

জাতীয়

‘সেভ আওয়ার স্টুডেন্টস’ লিখে ফেসবুকে পোস্ট দিলেন আয়মান সাদিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০২:০২ পিএম

‘সেভ আওয়ার স্টুডেন্টস’ লিখে ফেসবুকে পোস্ট দিলেন আয়মান সাদিক

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক শিক্ষার্থীদের পক্ষে রয়েছেন। 

তবে ফলাও করে কিছু না বললেও টুকটাক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তিনি রয়েছেন।

এবার ফেসবুকে কালো ব্যানার শেয়ার করে তিনি লিখেছেন, ‘সেভ আওয়ার স্টুডেন্টস’। ক্যাপশনে তিনি জুড়ে দিয়েছেন, ‘সব নজর এখন শিক্ষার্থীদের দিকে।’

এর আগে আয়মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাক্তাক্ত লোগো পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ 

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কারের আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এসময় কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করেন আন্দোলনকারীরা। 

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন