ছবি : সংগৃহীত
বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ২ মে (শুক্রবার) থেকে তাদের সব ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি জানিয়েছে, নভোএয়ার দুই সপ্তাহের মধ্যে আবার ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে।
নভোএয়ারের এক দায়িত্বশীল সূত্র জানায়, তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির পরিকল্পনা চলছে বহুদিন ধরেই। বিক্রির অংশ হিসেবে সম্ভাব্য ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বিমানের ইন্সপেকশন করতে বাংলাদেশে আসবেন। এ কারণে সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে ফ্লাইট কবে নাগাদ চালু হতে পারে—এ বিষয়ে প্রতিষ্ঠানটির কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এর আগে গত ২০ এপ্রিল হঠাৎ করে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছিল নভোএয়ার। তখন এয়ারলাইন্সটি বন্ধ হয়ে যাচ্ছে—এমন গুঞ্জনও ছড়ায়। পরে প্রতিষ্ঠানটি ফের টিকিট বিক্রি শুরু করলেও ১০ দিনের মাথায় আবার তা বন্ধ করে দেয়।
ফ্লাইট স্থগিতের আগে নভোএয়ার প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করত। যাত্রী সংকটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের একমাত্র আন্তর্জাতিক রুট কলকাতার ফ্লাইট স্থগিত করে।
এর আগে আন্তর্জাতিক রুটে সম্প্রসারণের লক্ষ্যে তারা বহরের উড়োজাহাজগুলো বিক্রি করে এয়ারবাসসহ মাঝারি আকারের উড়োজাহাজ কিনতে চাইলেও বিনিয়োগ না পাওয়ায় সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।



