Logo
Logo
×

জাতীয়

১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা বাকি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০১:১০ এএম

১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা বাকি

ছবি : সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রম পুরোদমে শুরু হলেও এখনো বাংলাদেশের অন্তত ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শেষ হয়নি। এ অবস্থায় এইসব যাত্রীদের মাঝে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৫,১৫৪ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তাদের মধ্যে রাজবাড়ীর পাংশার বাসিন্দা খলিলুর রহমান নামের একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭,১০০ জন বাংলাদেশি হজে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

সকাল ১০টা পর্যন্ত ৩৭টি ফ্লাইটে যাত্রা করেছেন হজযাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬,২০২ জন, সৌদি এয়ারলাইন্সে ৪,৮৫৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৪,০৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

২৯ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করতে হাজিদের জন্য চালু করা হয়েছে লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে তারা বিভিন্ন তথ্য ও জরুরি সেবা পাবেন। পাশাপাশি প্রিপেইড কার্ড ও আন্তর্জাতিক রোমিং সুবিধাসহ সিমও সরবরাহ করা হচ্ছে।

এদিকে ধর্ম মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, অনুমতি ছাড়া কেউ যেন হজ পালনের চেষ্টা না করেন। দেশের ভেতরে কিংবা সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, ভিজিট ভিসায় গিয়ে কেউ যেন হজ পালনের উদ্দেশ্যে পবিত্র স্থানগুলোতে না যান এবং এমন কাউকে আশ্রয় বা সহায়তা না দেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এবার কঠোর অবস্থানে। তারা জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমন সহায়তাকারীর বিরুদ্ধেও নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা—জরিমানা ছাড়াও যানবাহন বাজেয়াপ্ত ও বহিষ্কারের মতো পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

তাছাড়া কোনো বিদেশি নাগরিক হজ শেষে নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে অবস্থান করলে তাকে ১০ বছরের জন্য সৌদিতে নিষিদ্ধ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন