Logo
Logo
×

জাতীয়

মহান মে দিবস আজ: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:২৮ এএম

মহান মে দিবস আজ: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’

আজ ১লা মে, বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন—‘মহান মে দিবস’। বিশ্বের নানা প্রান্তে এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রম দিবস কিংবা ‘মে ডে’ হিসেবে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে।’

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে ঐতিহাসিক আন্দোলন করেন। পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের ফলেই কাজের সময়সীমা আট ঘণ্টায় নির্ধারিত হয় এবং দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়।

মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ প্রায় ৮০টি দেশে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রম ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠান ও প্রতিবেদন প্রচার করছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে এক বাণীতে শ্রমিক-মালিক ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন, “এই দিনটি শুধু সাধারণ একটি দিবস নয়, বরং এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার উৎস।” তিনি ১৮৮৬ সালের আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

মে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বব্যাপী শ্রমিকদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। শ্রমিকরা তাদের কাজের ন্যায্য মূল্য পেতে শুরু করেন এবং মালিক-শ্রমিক সম্পর্কেও নতুন ধারা সূচিত হয়। এ প্রেক্ষাপটে সামাজিক বৈষম্যও ক্রমে হ্রাস পাচ্ছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করেছে, যা সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে।  

এই মহান দিবস যেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সহায়ক হয়—এই কামনা সকলের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন