Logo
Logo
×

জাতীয়

আলজেরিয়ার সঙ্গে শিগগিরই ভিসা অব্যাহতি চুক্তি করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০২:১৪ এএম

আলজেরিয়ার সঙ্গে শিগগিরই ভিসা অব্যাহতি চুক্তি করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আলজেরিয়ার সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি দ্রুতই স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ভিসা অব্যাহতি সংক্রান্ত সমঝোতা স্মারক ইতোমধ্যে মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং এখন এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই উভয় দেশের সম্মতিতে এ চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি আরও বলেন, “আলজেরিয়া স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি। এ জন্য বাংলাদেশ আলজেরিয়ার প্রতি চিরকৃতজ্ঞ।”

সাক্ষাতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, আন্তঃদেশীয় সন্ত্রাসবিরোধী কার্যক্রম, গোয়েন্দা তথ্য বিনিময়, পুলিশ প্রশিক্ষণ, মানবপাচার রোধ এবং কৃষি খাতে জনশক্তি রপ্তানি নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার শুরুতে উপদেষ্টা আলজেরিয়াকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা দু’দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রস্তুত।” রাষ্ট্রদূত সাইদানি বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।”

মানবপাচার রোধ ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে উপদেষ্টা বলেন, “এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের সুযোগ রয়েছে।” রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশকে প্রস্তাব পাঠানোর আহ্বান জানান।

দুই দেশের পুলিশি সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। উপদেষ্টা বলেন, “পুলিশের দক্ষতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে।”

এছাড়া আলজেরিয়ার কৃষি খাতে বাংলাদেশের শ্রমশক্তি পাঠানোর বিষয়ে উপদেষ্টা বলেন, “আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ, সেখানে বিপুল পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে। অন্যদিকে বাংলাদেশ একটি জনবহুল কৃষিনির্ভর দেশ। আমাদের দক্ষ কৃষক আছে, যারা আলজেরিয়ায় কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

এই বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে একমত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন