Logo
Logo
×

জাতীয়

মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি : প্রেস সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম

মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

রাখাইন রাজ্যে তথাকথিত ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে বাংলাদেশ সরকারের জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং যথাসময়ে দেশের প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের অবস্থান হলো—যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশ অর্থবহভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্যমতে, রাখাইনে বর্তমানে চরম মানবিক সংকট বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অতীতেও মানবিক সংকটে থাকা বিভিন্ন দেশকে সাহায্য করেছে। যেমন, সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের পর বাংলাদেশ থেকে সহায়তা পাঠানো হয়েছে।

প্রেস সচিব সতর্ক করেন, রাখাইনে মানবিক দুর্দশা অব্যাহত থাকলে বাংলাদেশে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার আশঙ্কা রয়েছে, যা আমরা আর বহন করতে পারব না।

শফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের সহায়তায় মানবিক ত্রাণ কার্যক্রম রাখাইনের স্থিতিশীলতায় সহায়ক হবে এবং রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করবে।

তিনি জোর দিয়ে বলেন, রাখাইনে সহায়তা পৌঁছানোর সবচেয়ে কার্যকর রুট হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, এবং বাংলাদেশ নীতিগতভাবে তাতে সহায়তা করতে সম্মত।

তবে এ বিষয়ে ‘একটি বড় শক্তির সংশ্লিষ্টতা’ নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত অপপ্রচার বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিরুদ্ধে যে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক প্রচার চালানো হয়েছে, এটি তারই অংশ। এ ধরনের অপপ্রচার আমরা আগেও দেখেছি, এখনো চলমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন