Logo
Logo
×

জাতীয়

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পিএম

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

ছয় দফা দাবি আদায়ের সুস্পষ্ট অগ্রগতি না হওয়ায় সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে লাগাতার অচলাবস্থার পথে এগোচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন। এই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে দেশজুড়ে সব পলিটেকনিকে শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৮ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায়ে তারা অনড় এবং উল্লেখ করা হয়, ‘ছয় দফা না মানলে মৃত্যু।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছয় দফা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট রূপরেখা তৈরির আগ পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটে লাগাতার শাটডাউন চলবে।

এর আগে, ২২ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সভাপতির দায়িত্ব পান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব। সদস্য হিসেবে আছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সাধারণ সম্পাদক অ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতি, কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মো. রহমত উল আলম এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-১)।

শিক্ষা মন্ত্রণালয় কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন