Logo
Logo
×

জাতীয়

দেশজুড়ে পরিবেশ দূষণবিরোধী অভিযান: ২৪ কোটি টাকা জরিমানা ও ৬৭০ টি ইটভাটা বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

দেশজুড়ে পরিবেশ দূষণবিরোধী অভিযান: ২৪ কোটি টাকা জরিমানা ও ৬৭০ টি ইটভাটা বন্ধ

ছবি : দেশজুড়ে পরিবেশ দূষণবিরোধী অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে ব্যাপক দূষণবিরোধী অভিযান পরিচালনা করছে। ২ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৮১৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, যেখানে ১ হাজার ৭৫৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনী ভেঙে ফেলা হয়েছে এবং ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ২১০টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

গত ৩ নভেম্বর ২০২৪ থেকে ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৩৮৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, যেখানে ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ১ লক্ষ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।  

২৮ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকার আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, যেখানে ৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

একই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। সাধারণ জনগণকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।  

আশুলিয়ায় টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কারখানাটি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অবৈধ সীসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।  

পরিবেশ অধিদপ্তরের এই অভিযানে দেশের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন