Logo
Logo
×

জাতীয়

কাতার ও রোম সফর শেষে ঢাকায় ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩২ এএম

কাতার ও রোম সফর শেষে ঢাকায় ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি : সংগৃহীত

কাতার সফর ও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় ইতালির রাজধানী রোম ত্যাগ করেন তিনি। এরপর সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

গত শনিবার সম্পন্ন হয় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি ড. ইউনূসও এই অনুষ্ঠানে অংশ নেন। এর আগে শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান তিনি।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা—কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাড। তাঁরা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন এবং ড. ইউনূসের কাজের জন্য কৃতজ্ঞতা জানান। তাঁরা তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও উল্লেখ করেন।

ড. ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি তুলে ধরে বলেন, পোপ ছিলেন একজন অসাধারণ মানবিক নেতা, যিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিতে পারতেন।

এছাড়া শনিবার ভ্যাটিকানে জাতিসংঘ অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসির সঙ্গেও বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে তারা বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

রোমের একটি হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ক্যাথলিক চার্চের উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা অংশ নেবেন।

এদিন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিনও। তাদের বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের বর্তমান অবস্থা এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন