আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৮ এএম
ছবি : সংগৃহীত
টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হলো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। আগামী ৮ মে থেকে এই পরীক্ষা শুরুর কথা ছিল এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইতোমধ্যেই সময়সূচি প্রকাশ করেছিল।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের কাছে পিএসসির একজন প্রতিনিধি পরীক্ষার স্থগিতাদেশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান।
এর আগে, পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রত্যাশীরা, ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে টানা ৮০ ঘণ্টা ধরে চলা অনশনও শেষ হয়েছে। মধ্যস্থতায় ভূমিকা রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ভেরিফায়েড ফেসবুক পেজে অনশন ভাঙার বিষয়টি নিশ্চিত করা হয়।
চাকরিপ্রত্যাশীদের দাবি আদায়ের এ আন্দোলনই শেষ পর্যন্ত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে নিয়ে আসে।



