Logo
Logo
×

জাতীয়

এনআরবিসি চেয়ারম্যান তমালসহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

এনআরবিসি চেয়ারম্যান তমালসহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

পারভেজ তমাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মো. বেলাল হোসেন (রাব্বি) নামে এক যুবককে হত্যার অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন নিহত বেলালের মা মোছা. জেসমিন আক্তার।

মামলার এজাহারে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে আছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, সংসদ সদস্য মো. আলী আরাফাত, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবীর নানক, এ এস এম ফিরোজ আলম, মোহাম্মদ আব্দুল আউয়াল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, মো. শহীদুল ইসলাম, মো. ফাহিম মোশাররফ, নজিবুল্লাহ হিরো ও মো. মকবুল হোসেন।

এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বাংলামোটর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালানো হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন বেলাল হোসেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন