Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন : ড. ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন : ড. ইউনূস

দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক নয়, বরং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত বহুমাত্রিক সংকট হিসেবে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন তিনি। বলেন, বাংলাদেশ প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং প্রতিবছর এ সংখ্যায় যুক্ত হচ্ছে প্রায় ৩২ হাজার নবজাতক।

তিনি জানান, রাখাইনে নতুন করে সংঘাত বেড়েছে এবং আরাকান আর্মি বর্তমানে সীমান্তের বড় অংশসহ বেশিরভাগ টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। ইতোমধ্যে ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে ১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং অর্থায়নের অভাবে সংকট আরও ঘনীভূত হচ্ছে।

ড. ইউনূস বলেন, ২০২৪ সালের যৌথ সহায়তা পরিকল্পনায় (জেআরপি) ৮৫২.৪ মিলিয়ন ডলার চাওয়া হলেও এখন পর্যন্ত এসেছে মাত্র ৬৪.৪%। ২০২৫-২৬ সালের জন্য প্রয়োজন ৯৩৪.৫ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের সহায়তা হ্রাস এবং ডাব্লুএফপির খাদ্য সহায়তা বন্ধের ঘোষণা সংকটকে আরও জটিল করে তুলেছে।

তিনি কাতারসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন