Logo
Logo
×

জাতীয়

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০২ এএম

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত দশটায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে ‘এক দফা এক দাবি’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা।

ঢাবি শিক্ষার্থীরা হলপাড়া থেকে বিশাল মিছিল বের করে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং স্লোগানে স্লোগানে জানান দেন তাদের ক্ষোভ—"কুয়েট ভিসি করে কী, গোলামী আর দালালি!", "দফা এক, দাবি এক—কুয়েট ভিসির পদত্যাগ!", "আমার ভাই অনশনে, প্রশাসন কি করে?" সহ আরও অনেক ক্ষোভভাজন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি।

এদিকে কুয়েটের চলমান অচলাবস্থা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, "কুয়েট ভিসির পদত্যাগ চাই। যদি লজ্জা না থাকে, তবে তাঁকে বাধ্য করেই সরাতে হবে।"

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এতে বহু শিক্ষার্থী আহত হন। এর জেরে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল।

পরবর্তীতে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। পাশাপাশি ঘোষণা দেওয়া হয়, আগামী ২ মে হল এবং ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালু হবে।

কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে রাতেই অবস্থান কর্মসূচিতে বসেন। পরদিন ১৫ এপ্রিল তারা হলগুলোর তালা ভেঙে প্রবেশ করেন এবং উপাচার্য অপসারণের দাবিতে ‘এক দফা’ আন্দোলনে নামেন।

বর্তমানে কুয়েট ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আন্দোলন দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে সংহতির ঢেউ সৃষ্টি করেছে, যার সর্বশেষ প্রতিফলন দেখা গেল ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন