Logo
Logo
×

জাতীয়

পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম

পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, একটি সবুজ, স্থিতিস্থাপক ও টেকসই বিশ্ব গড়ে তোলা এখন সময়ের দাবি। 

ড. ইউনূস মনে করেন, এই ভবিষ্যৎ গড়ে উঠবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি নতুন সামাজিক চুক্তি তৈরির মোক্ষম অবস্থানে রয়েছে। এই চুক্তিতে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজকে গুরুত্ব দিয়ে ন্যায়বিচার, মর্যাদা ও সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি আশার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি ও মাইক্রোফাইন্যান্সের ভূমিকা নতুন করে মূল্যায়নের আহ্বান জানান তিনি, যা প্রান্তিক জনগণের জন্য অর্থনৈতিক সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।

ড. ইউনূস বলেন, একটি টেকসই, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের জন্য এখনই সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময়। এই ভবিষ্যৎ গড়তে হলে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নকে মৌলিক ভিত্তি হিসেবে নিতে হবে।

তিনি বলেন, বিশ্ব বর্তমানে জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, মানবিক সংকট এবং বহুপাক্ষিক সহযোগিতার দুর্বলতার মতো নানা হুমকির মুখে রয়েছে। এই বাস্তবতায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

ড. ইউনূস আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা এমন এক পৃথিবী গড়ি, যেখানে কেউ এতটা দরিদ্র থাকবে না যে সে স্বপ্ন দেখতে পারবে না, আবার কোনো স্বপ্ন এত বড় হবে না যে তা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ এমন কিছু নয় যা আমরা উত্তরাধিকার হিসেবে পাই, এটি এমন কিছু যা আমরা তৈরি করি। 

সম্মেলনে তিনি আরও বলেন, কাতার এই আয়োজনের মাধ্যমে দেখিয়েছে- জলবায়ু সংকট, সামাজিক বৈষম্য এবং কর্মসংস্থানের ভবিষ্যৎ কীভাবে উদ্ভাবন, ঐতিহ্য ও অংশীদারিত্বের মাধ্যমে মোকাবিলা করা যায়। তিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসের এবং ভাইস চেয়ারপারসন ও সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে স্বাগত জানান কাতারের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন