Logo
Logo
×

জাতীয়

সুন্দরবনের ১০ কিমি এলাকায় নতুন শিল্প স্থাপন নিষিদ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম

সুন্দরবনের ১০ কিমি এলাকায় নতুন শিল্প স্থাপন নিষিদ্ধ

সচিবালয়ে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত। ছবি : যুগেরচিন্তা২৪

সুন্দরবনের আশেপাশে ১০ কিলোমিটার পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় ২০১৭ সালের জাতীয় পরিবেশ কমিটির ৩.৪.৪ নম্বর সিদ্ধান্ত এবং ২০২১ সালের নির্বাহী কমিটির সিদ্ধান্ত সংশোধন করে বলা হয়, সুন্দরবনের ১০ কিমি ইসিএ এলাকার মধ্যে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত প্রভাব নির্ধারণ করবেন নিরপেক্ষ বিশেষজ্ঞরা। আদালতের নির্দেশনা অনুসারে, সেই বিশ্লেষণের পর এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে রয়েছে:

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালার সংশোধন: এখন থেকে সরকারি-বেসরকারি সংস্থা ও এনজিও যৌথভাবে প্রকল্প প্রস্তাব দিতে পারবে।

শব্দদূষণ রোধে নতুন কর্মপরিকল্পনা: সব মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরিকল্পনা তৈরি হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট বাজেটে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব।

বন অধিদপ্তরের কর্মচারীদের ঝুঁকিভাতা চালু ও বৃদ্ধির সুপারিশ।

২০২৫ সালের মধ্যে সব সরকারি-বেসরকারি ভবন নির্মাণে কমপক্ষে ৩০ শতাংশ ব্লক ব্যবহার নিশ্চিত।** মে মাসে এ নিয়ে সচিব পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ কমিটির সদস্যরা।

সভায় গতবারের সিদ্ধান্ত ও চলতি সভার কার্যপত্র উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন