নারীর সমান সম্পদ ও সম্পত্তি অধিকারসহ একাধিক প্রস্তাব
যুগেরচিন্তা২৪ প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
ছবি : সংগৃহীত
সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য, আমরা চাই সেগুলো আমাদের হাত দিয়েই বাস্তবায়িত হোক। এ উদ্যোগের মাধ্যমে আমরা যেন বিশ্বব্যাপী একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশের নারীরা এই পরিবর্তনের দিকে তাকিয়ে আছে—তারা এটিকে মূল্যায়ন করবে, অনুপ্রাণিত হবে।"
এই সুপারিশগুলো শুধুমাত্র অন্তর্বর্তী সরকারেই সীমাবদ্ধ থাকবে না—জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে তা রাজনৈতিক দলগুলোর কাছেও তুলে ধরা হবে বলে জানান প্রধান উপদেষ্টা।
নারীবিষয়ক সংস্কার কমিশনের সভাপতি শিরীন পারভিন হক বলেন, “জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণে আমরা এমন কিছু করতে চেয়েছি যা সমাজ ও মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।”
তিনি জানান, কমিশনের সুপারিশগুলো তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে—কিছু তাৎক্ষণিকভাবে বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারবে, কিছু ভবিষ্যতের নির্বাচিত সরকার সম্পাদন করবে, এবং কিছু সুপারিশ দীর্ঘমেয়াদে নারীর অধিকারের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
প্রতিবেদনে নারীর অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের আশা-আকাঙ্ক্ষাগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে নারীবিষয়ক সংস্কার কমিশন অন্যতম। সর্বস্তরে নারীর ক্ষমতায়ন এবং অংশগ্রহণ নিশ্চিত করতে গত ১৮ নভেম্বর কমিশনটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।



