ঢাবির ৫ ছাত্রী হলকেই ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১০:২৭ এএম
ভিন্ন ভিন্ন বিবৃতিতে স্বাক্ষর করেছেন পাঁচ ছাত্রী হলেরই প্রভোস্ট। ছবি : সংগৃহীত
বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। ছাত্র রাজনীতি আর থাকবে না- এই মর্মে লেখা ভিন্ন ভিন্ন বিবৃতিতে স্বাক্ষর করেছেন পাঁচ ছাত্রী হলেরই প্রভোস্ট।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শিক্ষার্থীদের চাপের মুখে ছাত্রীদের লিখিত অঙ্গীকারনামায় প্রথম স্বাক্ষর করেন রোকেয়া হলের প্রভোস্ট ড. নীলুফার পারভীন।
একই ধরণের অঙ্গীকারনামায় রাত সোয়া ৩টার দিকে স্বাক্ষর করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. ফারহানা হক।
আধা ঘণ্টার ব্যবধানে ছাত্র রাজনীতি বন্ধের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন শামসুন নাহার হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হাফসা আক্তার এবং কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ও বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের প্রভোস্ট।
রোকেয়া অঙ্গীকারনামায় বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে, আজ ১৭-০৭-২০২৪ তারিখ থেকে থেকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত-শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে হবে না, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না।
এতে আরও বলা হয়, আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।
একই ধরনের অঙ্গীকারনামা লিখে শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। শামসুন নাহার হলের অঙ্গীকারনামায় কিছুটা ভিন্নতা দেখা গেলেও বিবৃতির মূল কথা প্রায় একই ছিল।
এর আগে এদিন রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ হল থেকে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই ১০ ছাত্রলীগ নেত্রীর মধ্যে আছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভী, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আতিকা ছাড়া বাকি সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী।
ছাত্রলীগের ওই নেতাদের বের করে দেওয়া হলেও বুধবার সকালে তারা হল ত্যাগ করবেন বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পৃথা এবং সম্পাদক আতিকাকে ধরে নিয়ে হলের গেট থেকে বের করে দিয়েছে। অন্যান্য ছাত্রী হলেও ছাত্রলীগ নেত্রীদের ওপর আন্দোলনরত শিক্ষার্থীদের চড়াও হওয়ার খবর পাওয়া গেছে।