Logo
Logo
×

জাতীয়

কাফনের কাপড় পরে রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম

কাফনের কাপড় পরে রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

৬ দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলে নেমেছে দেশের কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল শুরু করেন তারা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় নাটকীয় বৈঠকের মাধ্যমে প্রতারণা করেছে এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১. অবৈধ পদোন্নতি বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তি: জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধভাবে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে হাইকোর্টের রায় বাতিল এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির দাবি। ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধনের দাবি।

২. আধুনিক কারিকুলাম ও ইংরেজি মাধ্যমে শিক্ষা: উন্নত বিশ্বের আদলে মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং ধাপে ধাপে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পাঠদানের বাস্তবায়ন।

৩. উপযুক্ত চাকরির নিশ্চয়তা: ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ১০ম গ্রেডের পদে অন্যদের নিয়োগ বন্ধ এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা।

৪. কারিগরি পেশায় কারিগরি জনবল: কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় অপ্রশিক্ষিত বা অপ্রাসঙ্গিক জনবল নিয়োগ বন্ধ এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল দিয়ে পদগুলো পূরণের দাবি।

৫. স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন: কারিগরি শিক্ষার উন্নয়ন ও বৈষম্য দূরীকরণে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ গঠনের মাধ্যমে শিক্ষা সংস্কার কমিশন প্রতিষ্ঠার আহ্বান।

৬. উচ্চশিক্ষার সুযোগ ও বিশ্ববিদ্যালয়: পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এবং নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন