Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পিএম

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শুল্ক ও বাণিজ্য বাধার প্রসঙ্গ উঠলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়—বাণিজ্য বাধা কমিয়ে আনার বিষয়ে বাংলাদেশ কাজ করছে। তিনি বলেন, আমি আরও বলেছি, দুই দেশের মধ্যে যতটা বাণিজ্য ঘাটতির কথা বলা হয়, বাস্তবে তার চেয়ে কম, কারণ সেবা খাতে আমরা অনেক আমদানি করি।

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এই সংকট সমাধানে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা সম্ভব নয়, আবার একেবারে উপেক্ষাও করা যাচ্ছে না। এটি অত্যন্ত জটিল বাস্তবতা।

তিনি বলেন, আমরা এখন এমন এক নতুন প্রতিবেশীর মুখোমুখি, যারা ‘নন-স্টেট অ্যাক্টর’। এই বাস্তবতায় সরাসরি আচরণ করাও কঠিন, আবার পুরোপুরি উপেক্ষা করাও অসম্ভব।

তৌহিদ হোসেন আশা প্রকাশ করেন, একসময় হয়তো সংকট নিরসনের সম্ভাবনা তৈরি হবে এবং তখন বন্ধুপ্রতীম ও প্রভাবশালী রাষ্ট্রগুলোকে মিয়ানমারে মানবিক চাপ সৃষ্টিতে ভূমিকা নিতে হবে, যাতে ক্ষমতায় থাকা কর্তৃপক্ষ রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর. হেরাপের সঙ্গে উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন