Logo
Logo
×

জাতীয়

গাজাবাসীর পাশে চসিক মেয়র, ফিলিস্তিন দূতাবাসে ১২ লাখ টাকার অনুদান প্রদান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০২:০০ এএম

গাজাবাসীর পাশে চসিক মেয়র, ফিলিস্তিন দূতাবাসে ১২ লাখ টাকার অনুদান প্রদান

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত নিরীহ মুসলিমদের সহায়তায় ১২ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন অনুদানের চেকটি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে তুলে দেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান।

অনুদান প্রদান শেষে মেয়র বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণ বছরের পর বছর ধরে দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। এই সহায়তা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীর প্রতি ভালোবাসা এবং সংহতির প্রতীক।”

তিনি আরও জানান, রাষ্ট্রদূতের চট্টগ্রাম সফরের সময় সেখানে জনসচেতনতামূলক প্রচার ও ফান্ডরেইজিং কর্মসূচি আয়োজন করা হবে, যাতে স্থানীয় জনগণ সরাসরি ফিলিস্তিনিদের দুর্দশা সম্পর্কে জানতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই উদার ও মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রামের মেয়রের এই সহানুভূতিশীল ভূমিকা আমাদের জন্য গভীর অনুপ্রেরণার উৎস।”

এই উপলক্ষে আয়োজিত সৌজন্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিলিটারি অ্যাটাশে কর্নেল মাহমুদ এম জে আলশাহাওনাহ, প্রশাসনিক প্রধান আফিয়া ইবনাতসহ অন্যান্য কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন