Logo
Logo
×

জাতীয়

দাম বাড়ল সয়াবিন তেলের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম

দাম বাড়ল সয়াবিন তেলের

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী:

  • বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
  • পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।
  • খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।

জানা গেছে, ঈদের আগে মিল মালিকরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন। তাদের দাবি ছিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৩ টাকা বাড়ানোর। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং কর সুবিধা শেষ হওয়ায় এই দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়।

সরকার গত রমজানের আগে ভোজ্যতেলের শুল্ক-করে ছাড় দিয়েছিল। সেই সুবিধার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হওয়ায় দাম বৃদ্ধির আলোচনা শুরু হয়। এরপর সরকারের সাথে ব্যবসায়ীদের দফায় দফায় বৈঠকের পর আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আমদানির শুল্ক-কর ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত ভোজ্যতেল বাজারে নতুন প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন