Logo
Logo
×

জাতীয়

সবাইকে পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম

সবাইকে পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করে সবাইকে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির নিদর্শন। তাই দলমত নির্বিশেষে সবাইকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানাই।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি বরাবরই বলে এসেছি, নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যে আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী- সবমিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ, আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করবেন। সর্বজনীন এ উৎসবে অংশ নেবেন।

এসময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন