Logo
Logo
×

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে কোন শহর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে কোন শহর

ছবি : সংগৃহীত

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায়  ঢাকা আজ রয়েছে চার নম্বরে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে  ১৮৩ স্কোর নিয়ে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তালিকায় রয়েছে চীনে চারটি শহর। এর মধ্যে চীনের ক্যানটন (২৯৬), চংকিং (২০০)। এ দুই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর। শেনজেন (১৮৭) ও চীনের চেংডু শহর (১৮০) যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া দূষণের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে হংকংয়ের হংকং শহর (১৬১) ও সপ্তম স্থানে আছে ভারতের দিল্লি (১৫৪)।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন