শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতদিন আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সোমবার থেকে সহিংসতায় রূপ নেয়। ছাত্রলীগের হামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীদের এ আন্দোলন একমাস স্থগিত করতে বলেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, বিষয়টি এখন আদালতের কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব, তারা যেন একটা মাস অপেক্ষা করেন। প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাব।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার রাতে প্রধানমন্ত্রীর এক বক্তব্য প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিভোক্ষ করেন শিক্ষার্থীরা। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেকে রাজাকার বলে স্লোগান দেন। তার প্রতিবাদে সোমবার (১৫ জুলাই) আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ হামলা ফলে এতদিনের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের দাবিতে সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। তাদের এ কর্মসূচি বেলা ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। অপরদিকে ছাত্রলীগের পক্ষ থেকেও বেলা দেড়টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।