Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে : ফারুকী

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম

শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে : ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার প্রধান মোটিফ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি করা হয়েছিল ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’। কিন্তু শনিবার (১২ এপ্রিল) ভোররাতে সেটি আগুনে পুড়ে যায়। অজ্ঞাত দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি শোভাযাত্রার প্রস্তুতিতে ধাক্কা দিলেও, উদ্দীপনায় কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, হাসিনার দোসররা গতকাল ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম—তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে, দ্রুত।

তিনি আরও বলেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো না, বরং এবারের শোভাযাত্রাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবো।

ঘটনার পর একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফারুকী লেখেন, হাসিনার দোসররা প্রমাণ করেছে, তারা চায় না দেশের মানুষ এক হয়ে উৎসব করুক। এখন আমাদের অংশগ্রহণ আরও বৃহত্তর হবে।

তিনি জানান, গত কয়েকদিনে ‘জুলাই আন্দোলনের’ অনেকেই বলেছেন, এবারের শোভাযাত্রা হবে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ব্যতিক্রমধর্মী। আগে চিন্তাভাবনা ছিল ‘ফ্যাসিবাদের মুখ’ রাখা হবে কি না, তবে এই আগুন লাগানোর ঘটনার পর সেটি আরও ‘অবশ্যাম্ভাবী’ হয়ে উঠেছে।

চারুকলার সংশ্লিষ্ট সূত্র জানায়, পুড়ে যাওয়া মূল মোটিফটি ছিল এবারের শোভাযাত্রার প্রধান প্রতীক, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। আগুনে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে সময়সীমা অল্প থাকলেও তারা বিকল্প পরিকল্পনায় এগোচ্ছেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন