
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ এএম
চারুকলার ‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন, পুড়ে ছাই নববর্ষের মূল আকর্ষণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম

ছবি : সংগৃহীত
পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত করা প্রধান মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে পুরো কাঠামোটি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) ভোররাতে, আনুমানিক সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল। তিনি জানান, মোটিফটির কেন্দ্রে থাকা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’কে লক্ষ্য করেই আগুন দেওয়া হয়েছে এবং তার সাথে পায়রার অবয়বটিও পুড়ে গেছে।
ডিন আরও বলেন, আমরা ফজরের নামাজের পর খবর পাই। তবে ফায়ার সার্ভিস এসে পৌঁছানোর আগেই সব পুড়ে যায়। এটি পরিকল্পিত হামলা। অপরাধীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
ঘটনার নেপথ্যে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে চারুকলার এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এটি নিঃসন্দেহে একটি ষড়যন্ত্র। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে হবে—এমনকি প্রশাসনের কারও সম্পৃক্ততাও খতিয়ে দেখা উচিত, কারণ রাতে পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
এবারের শোভাযাত্রার মূল মোটিফ ছিল প্রায় ২০ ফুট উচ্চতার একটি দৈত্যাকৃতির মুখাবয়ব, যার দুপাশে ছিল শিংয়ের মতো গঠন। অনেকে বলছেন, এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল।
ঘটনার পরপরই চারুকলা অনুষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে—পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনা চলছে।
রাই