Logo
Logo
×

জাতীয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পিএম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

ফিলিস্তিনে ইসরায়েলের চালানো ‘বর্বর গণহত্যা’ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট জুমার নামাজের পর উত্তাল হয়ে উঠেছে। 

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ’ কর্তৃক আয়োজিত বর্বর ইসরায়েলের গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এক বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এসব কর্মসূচি থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং দেশটির সব পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়।

একই সময় গাজায় ইসরায়েলের 'নৃশংস ও বর্বরোচিত' হামলার প্রতিবাদে বাংলাদেশ তিসরি ইনসাফ দলও পৃথক বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়া জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। 

এ সময় ‘ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ’ কর্তৃক আয়োজিত মিছিল থেকে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনের ওপর যে গণহত্যা চালাচ্ছে এটা মানবতার চরম লঙ্ঘন। 

বিক্ষোভ শেষে কয়েকটি মিছিলে বিভিন্ন সংগঠন থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করা হয়।

আরএস/ 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন