
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পিএম
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ, বাদ পড়ল নৌকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম
-67f8c5527c631.jpg)
ছবি : সংগৃহীত
পোশাক পরিবর্তনের এবার বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের লোগো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়ছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়।
পুলিশের নতুন লোগোতে থাকছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা।পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে ‘পুলিশ’।
ওই চিঠিতে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে এই মনোগ্রামে পরিবর্তন করা হয়, যেটি বর্তমানে আছে। সেই লোগোতে রয়েছে, পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা। পালের ওপরে একটি শাপলা। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।
আরএস/