Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন কোম্পানিগুলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪৫ এএম

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন কোম্পানিগুলো

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশে নিযুক্ত শীর্ষ মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। বাণিজ্যিক সহযোগিতা এবং বিনিয়োগ প্রসারে আন্তরিক সমর্থনের আশ্বাস দিয়েছেন তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর সাইডলাইনে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক রক্ষায় আগ্রহ প্রকাশ করেন।

পিটার হাস বলেন, “বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মার্কিন কোম্পানিগুলোর গভীর প্রতিশ্রুতি রয়েছে। এই যাত্রা দৃঢ়তা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই প্রবৃদ্ধির উপর নির্ভর করে গড়ে উঠেছে।”

প্রতিনিধিরা জানান, তারা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপগুলোকে ইতিবাচকভাবে দেখছেন। পাশাপাশি, বাণিজ্য ঘাটতি হ্রাস এবং বিনিয়োগের পথ সহজ করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পিটার হাস আরও বলেন, “মার্কিন কোম্পানিগুলো ইতোমধ্যেই বাংলাদেশের প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। আমরা চাই বাংলাদেশ এই আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনায় তার শক্তিশালী অবস্থান নিশ্চিত করুক।”

বৈঠকে অধ্যাপক ড. ইউনূস মার্কিন কোম্পানিগুলোর অবদানকে স্বীকৃতি জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন