Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে পিটার হাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে পিটার হাস

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সাক্ষাতের একটি সংক্ষিপ্ত তথ্য প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে, যদিও বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর নেওয়ার পর তিনি অ্যাকসিলারেট এনার্জিতে স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে যোগ দেন।

টেক্সাসের উডল্যান্ডে সদর দপ্তর থাকা অ্যাকসিলারেট এনার্জি বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ, রূপান্তর ও অবকাঠামো উন্নয়নে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ছাড়াও আরব আমিরাত, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ফিলিপাইন ও সিঙ্গাপুরসহ একাধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন