
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০২:১২ এএম
মৌসুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী রাজধানী বাসী

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

রাজধানীর কারওয়ান বাজার এলাকা ধূলায় ছেয়ে যায়। ছবি: যুগের চিন্তা
এপ্রিলে ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, কালবৈশাখীর সতর্কবার্তা আগেই দিয়েছিল আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছিল এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিকে দেশে শুরু হতে পারে ঝড়। তারই ইঙ্গিত দেখা গেল শনিবার। রাজধানী বাসী দেখল মৌসুমের প্রথম কালবৈশাখী।
আজ শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই রাজধানী ঢাকা সহ বেশ কিছু স্থানে কালবৈশাখী ঝড় শুরু হয়। হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। মুহূর্তেই রাস্তা হয়ে যায় ফাকা।
আবহাওয়া বিভাগ জানিয়েছিল, চলতি এপ্রিলে কয়েকটি কালবৈশাখীর সাক্ষী হবে দেশের মানুষ। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তৃতীয় সপ্তাহে। এছাড়া ৫ থেকে ৭ দিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।