
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম
ঈদের টানা ৯ দিনের ছুটি শেষে রোববার খুলছে সব সরকারি অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০১:২০ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) খুলছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটির পর স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন সরকারি চাকরিজীবীরা।
ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ২৭ মার্চ (বৃহস্পতিবার)। এরপর ২৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয় ঈদ ঘিরে সরকারি ছুটি। চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হয় ৩১ মার্চ, সোমবার।
সরকারি ছুটি প্রাক-নির্ধারিত থাকলেও উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্তে ছুটির মেয়াদ হয় টানা ৯ দিন। এই ছুটিতে যুক্ত হয় দুটি সাপ্তাহিক ছুটি (২৮ মার্চ ও ৪-৫ এপ্রিল) এবং নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের আগে ও পরে মোট পাঁচ দিনের সরকারি ছুটির সঙ্গে যুক্ত হয় নির্বাহী আদেশে ঘোষিত ৩ এপ্রিলের ছুটি। সবমিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার উপভোগ করেছেন টানা ৯ দিনের ঈদ ছুটি।
এবারের ছুটি শেষ হওয়ায় ৬ এপ্রিল (রোববার) থেকে অফিসপাড়ায় ফিরছে কর্মচাঞ্চল্য। সরকারি সেবা কার্যক্রম আবারও পুরোদমে শুরু হবে।