কোটাবিরোধী আন্দোলন
আন্দোলনকারীদের রুখতে শাহবাগে জলকামানসহ পুলিশের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:২০ পিএম
আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। তাদের রুখতে শাহবাগসহ আশপাশের এলাকায় জলকামানসহ অবস্থান নিয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
পূর্ব ঘোষণা অনুয়ায়ী সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের” পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা “অপমানজনক” বক্তব্যের প্রতিবাদে তারা আজ এই বিক্ষোভ করছেন। তারা গতকাল মধ্যরাতে প্রায় দুই ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
এর আগে, দুপুর ১২টা ১০ মিনিটে প্রথম মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে আসে। ওই মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। পরে মিছিল নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একদল শিক্ষার্থী। এরপর দলে দলে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে আসছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে নেমে যানবাহন চলাচলে বাধা ও জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করবে।
সোমাবার সকালে পুরান ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, “কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিষয়। উচ্চ আদালত যে আদেশ দেবে সেটিকে শ্রদ্ধা করা ও মানা নাগরিকের দায়িত্ব। আমরা আদালতের নিয়ম মানতে বাধ্য। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গে কোনো ধরনের অপতৎপরতা চালালে শক্ত হাতে মোকাবিলা করা হবে।”