
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৫:২৬ এএম
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:১৮ পিএম

ছবি : সংগৃহীত
চারদিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। বিদায় জানাতে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তা হং লেই।
সফরে প্রধান উপদেষ্টা হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন। এছাড়া, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের শক্ত অবস্থানের প্রত্যাশা করেন তিনি। তিস্তা বহুমুখী প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।
রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেয়। সফরে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যার আওতায় চীন ২১০ কোটি ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয়।
প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান। এ উদ্যোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।