Logo
Logo
×

জাতীয়

ছাত্র আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি, প্রতারক ও ভূমিদস্যু সালাউদ্দিন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম

ছাত্র আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি, প্রতারক ও ভূমিদস্যু সালাউদ্দিন গ্রেপ্তার

সালাউদ্দিন সরকার

গাজীপুর জেলার গাছা থানার কুখ্যাত প্রতারক ও ভূমিদস্যু সালাউদ্দিন সরকারকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ মার্চ) ভোররাতে তাকে আটক করা হয়।

সালাউদ্দিন সরকার ছাত্র হত্যা, জমি দখল, প্রতারণাসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি জমির জাল দলিল তৈরি, প্রতারণা ও ভূমি দখলের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার অন্যতম সহযোগী শ্যালক রনি। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার বাসিন্দা।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নং ৮০৬/২০২৪ অনুসারে, এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, আর সালাউদ্দিন ১১৬ নম্বর আসামি।

সরকার পরিবর্তনের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলের চেষ্টা চালান এবং নিজেকে বিএনপির কর্মী হিসেবে প্রচার করেন। তবে তদন্তে আওয়ামী লীগের সঙ্গে তার দীর্ঘদিনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গাছা মেট্রো থানার শ্রমিক লীগের সম্মেলনে তার সক্রিয় উপস্থিতি ও পোস্টারে তার নাম উঠে এসেছে।

সাবেক রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা চালিয়ে আসা সালাউদ্দিন জমির জাল দলিল তৈরি করতেন। সিআর মামলা নং ২৪৯/২৪ অনুযায়ী, তিনি মূল মালিকের ছবির পরিবর্তে অন্যের ছবি বসিয়ে ভুয়া দলিল তৈরি করতেন। পিবিআই ও সিআইডির ফরেনসিক প্রতিবেদনে তার প্রতারণার বিস্তারিত তথ্য উঠে এসেছে।

অবশেষে, দীর্ঘ তদন্তের পর গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন