
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৮:২১ এএম
স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:১০ পিএম

ছবি : সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ।
যাদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ অর্জিত হয়েছে, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৬ মার্চ) ভোর থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সময়ের সঙ্গে সঙ্গে শহীদ বেদী ভরে যায় ফুলে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনেকেই লাল-সবুজের পোশাক পরে এ আয়োজনে অংশ নেন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও শ্রদ্ধা জানাতে আসেন।
এর আগে, ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৬টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। এ সময় উপদেষ্টামণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।