
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৬:০২ এএম
ঈদযাত্রায় ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
ঈদে ঘরে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রুট পারমিট বাতিলসহ গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৫ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। মহাসড়কে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও কাজ করবে।
এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, রাজধানীর টার্মিনালগুলোর সামনে কোনো বাস দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে যাত্রী ওঠা-নামায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরিদর্শনের সময় দুই উপদেষ্টা টার্মিনালের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। এই উদ্যোগ ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।