
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৬ এএম
সারজিস আলমের শতাধিক গাড়ির বহরে’র ব্যাখ্যা চাইলেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৪১ পিএম

ছবি : সংগৃহীত
নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারীতে শতাধিক গাড়ির বহর নিয়ে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্ন তুলেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ডা. তাসনিম জারা সারজিস আলমের এত বড় কর্মসূচির অর্থায়ন ও ব্যবস্থাপনা নিয়ে জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সারজিস কিছুদিন আগেই বলেছিলেন যে তার আর্থিক অবস্থা ভালো নয় এবং তিনি ধার করে চলছেন। তার এই সাদাসিধে জীবনযাত্রার কথা দলের সদস্যদের অনুপ্রাণিত করেছিল।
তবে, সেই প্রেক্ষাপটে এত বড় আয়োজন কীভাবে সম্ভব হলো, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন উঠেছে। ডা. তাসনিম জারা বলেন, এনসিপি একটি স্বচ্ছ, সৎ এবং জবাবদিহিতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। তাই এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য উত্তর দেওয়া দলের দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন যে সারজিস আলম বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন এবং জনগণের সামনে গ্রহণযোগ্য ব্যাখ্যা তুলে ধরবেন, যা দলের ভাবমূর্তি আরও শক্তিশালী করবে।