Logo
Logo
×

জাতীয়

প্রশ্নফাঁসে চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৬:০০ পিএম

প্রশ্নফাঁসে চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রশ্নফাঁস করে এবং যারা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা তো সমান অপরাধী। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, এখন তাদের খুঁজে দেবে কে? খুঁজে পেলে, প্রমাণ পেলে অবশ্যই ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর হাত ধরে। এক দশক আগে তাকে প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল পুলিশ। তখন আবেদ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রও দেয়া হয়েছিল। গত ২৪তম ব্যাচে ব্যাপকতা বাড়ে। পরে ২৫তম ব্যাচে প্রশ্নফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান। আর তার ড্রাইভার ছিলেন  আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত। তারা কাস্টমার জোগাড় করে দেয়ার দায়িত্বে ছিল। 

মাহফুজুর রহমানের গুলশানের একটি ভবনে এবং নীলফামারির কিশোরগঞ্জ উপজেলায় ‘ভিন্ন জগৎ’ নামক একটি রিসোর্ট ছিল । যারা টাকা দিত, তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র দেয়া হতো। সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসত। সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন। 

স্বাস্থ্যের আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্নফাঁস এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার উত্থান মূলত এভাবেই। সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন