কোটা সংস্কার প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৫:৫৬ পিএম
গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই। এ বিষয়ে শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের কোনো বাধা নেই। তবে সহিংসতা করলে ছাড় নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রবিবার (১৪ জুলাই) বিকেলে গণভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ২০১৮ শিক্ষার্থীরা কোটা নিয়ে এ ধরনের আন্দোলন করছিল। সেটা আন্দোলন তো না যেন সহিংসতা। ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিল তারা। তাদের সেসব কাণ্ডে আমি বিরক্ত হয়ে বলেছিলাম, সব কোটা বাদ দিয়ে দিলাম। ঠিক তখনই আমি বলেছিলাম, কোটা বাদ দিলে দেখেন কী অবস্থা হয়। এখন কী অবস্থা তৈরি হয়েছে দেখেন?
২০১৮ সালে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। তবে উচ্চ আদালতের নির্দেশে আবারো তা চালু হয়। এ খবরে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কোটা বাতিলের সিদ্ধান্ত বহালের দাবি করছেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ২০১৮ সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম। কোটা বাতিল করায় সমস্যা হয়েছে বলেও মনে করেন সরকার প্রধান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী, তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শেখ সেলিম এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।