
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
বিটিভিতে দুদকের অভিযান, মিলল দুর্নীতি ও অনিয়মের প্রমাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে, যেখানে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। এই অভিযানে শিল্পীদের তালিকাভুক্তি, পুনঃপ্রচার করে নতুন বিল উত্তোলন এবং প্রকল্পে ভুয়া বিল-ভাউচার প্রদর্শন করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রামপুরা বিটিভি ভবনে পরিচালিত অভিযানটি শেষে দুদক তাদের জনসংযোগ দপ্তরের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। অভিযানে জানা যায়, বিটিভিতে অর্থের বিনিময়ে ১,৭৯১ জন শিল্পীকে তালিকাভুক্ত করা হয়েছে, পাশাপাশি একই অনুষ্ঠান পুনঃপ্রচার করে নতুন বিল উত্তোলন এবং প্রকল্পের ভুয়া বিল-ভাউচার প্রদর্শন করে টাকা তোলা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এর প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। পরবর্তীতে ভাউচার সংক্রান্ত অভিযোগের তদন্তের জন্য আরও নথি সংগ্রহ করা হয়েছে, এবং কমিশন এর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এছাড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকায় ৭৭টি বিশেষ বরাদ্দ প্রকল্পে প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি পৃথক অভিযান পরিচালিত হয়। এ অভিযানে, ২০৪ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দকৃত প্রকল্পের ৫টি প্রকল্পে সরেজমিন পরিদর্শন করে অনিয়ম ও জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারীরা সরকারি তহবিল ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের প্রাথমিক প্রমাণও পেয়েছেন, এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন।