Logo
Logo
×

জাতীয়

বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ বাড়ছে: নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম

বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ বাড়ছে: নাহিদ

ছবি : সংগৃহীত

দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ মার্চ) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের পরিবারের খোঁজ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দ্রুততম সময়ে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনলে এই ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, শহিদ পরিবারের সদস্য হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি ধর্ষণের সুষ্ঠু বিচার চান। প্রতিটি ধর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় দুজন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে একজন এখনো পলাতক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার না করা হলে জাতীয় নাগরিক পার্টি রাস্তায় অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে শহিদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে শহিদের ১৭ বছর বয়সী মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন