Logo
Logo
×

জাতীয়

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর: নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর: নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস

ছবি : সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে বিয়ের প্রলোভনে ধর্ষণের জন্য সর্বোচ্চ ৭ বছরের সাজা নির্ধারণ করে নতুন আইন পাস করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি জানান, এই আইনের সংশোধনী নিয়ে উপদেষ্টা পরিষদে ঘণ্টাখানেক আলোচনা হয়। নতুন এই আইনে বলাৎকারের একটি পৃথক সংজ্ঞা সংযোজন করা হয়েছে। পাশাপাশি ডিএনএ টেস্ট দ্রুত সম্পন্ন করার কার্যকর পদ্ধতি নিয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার আওতাতেই এই ধারা অন্তর্ভুক্ত থাকবে, তবে এটি একটি আলাদা সেকশন হিসেবে বিবেচিত হবে। আইন উপদেষ্টা এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা করবেন বলে জানানো হয়েছে।

এছাড়া, চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন