Logo
Logo
×

জাতীয়

খুলনায় সবজির দাম কমলেও স্থির মাছ-মাংস ও চালের বাজার

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম

খুলনায় সবজির দাম কমলেও স্থির মাছ-মাংস ও চালের বাজার

ফাইল ছবি

খুলনার বাজারে বেশিরভাগ সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও অপরিবর্তিত রয়েছে মাছ-মাংস ও চালের দাম।

বুধবার (১৯ মার্চ) গল্লামারি, মিস্ত্রিপাড়া, দৌলতপুর ও ময়লাপোতা বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৪০-৫০ টাকা, লাউ ২০-৩০ টাকা, কুমড়া ২০-৩০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকসবজি ও আলুর দাম আগের তুলনায় ১০-১৫ টাকা কমেছে, তবে লেবুর দাম হালিপ্রতি ৪০ টাকা থাকায় বিক্রেতারা সরবরাহ কমিয়ে দিয়েছেন।

অন্যদিকে, ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজারেও কোনো পরিবর্তন আসেনি—টেংরা ৫০০-৬০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি রুই ৩০০ টাকা, পাঙাশ ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারেও স্থিতিশীলতা রয়েছে। মিনিকেট চাল ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮২-৮৬ টাকা, স্বর্ণা ৫৫-৬০ টাকা, পুরাতন আটাশ ৬২-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, রমজানের শুরু থেকে শাকসবজির দাম কমেছে, যা ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। তবে চাল ও তেলের দাম কমলে বাজার আরও স্বস্তিদায়ক হতো বলে মত দেন ক্রেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন