Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম

বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থন

ছবি : সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই ঘোষণা দেন কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি।

বৈঠকে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে কাতার প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত আল-কাহতানি। জবাবে, কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণ এবং তাদের শিল্প-কারখানা দেশের অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রস্তুত এবং কাতারের ব্যবসায়ীদের এখানে এসে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ পর্যালোচনা করা উচিত। আগামী এপ্রিলের শুরুতে ঢাকা একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হবে।

কাতারি রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, খুব শিগগিরই কাতার থেকে আরও ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন।

এসময় অধ্যাপক ইউনূস সরকারের সংস্কার কর্মসূচি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিচালনার জন্য গঠিত ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরেন।

তিনি আরও জানান, আগামী মাসে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কাতার সফর করবেন, যেখানে উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন